গাজীপুরের শ্রীপুরে মানবতার ফেরিওয়ালাদের গল্প,যার অভিনেতারা শুধু অসহায় মানুষের সেবা করে যাচ্ছে সব সময়,তারা কারো থেকে টাকা,পয়সা নিয়ে না,শুধু তাদের খরচের টাকা বাঁচিয়ে অসহায় মানুষের সেবা করে যাচ্ছে, কলেজ পড়ুয়া কিছু ছাত্র-ছাত্রীরা সদস্য। সবার সুপরিচিত সেই সংগঠনটির নাম ফ্রেন্ডস্ সোসাইটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায় অবস্থিত ফ্রেন্ডস্ সোসাইটি সংগঠন। মাহামরী করোনা ভাইরাস প্রায় বিশ্বের সব দেশেই হানা দিয়েছে, আমাদের বাংলাদেশে ও প্রায় ১ হাজার ৫ শতর উপরে মানুষ আক্রান্ত, অনেকে হয়ে পরেছে কর্মহীন , সেই অসহায়, কর্মহীন অসহায় মানুষেদের পাশে থেকে তাদের সাহায্য করছে ফ্রেন্ডস সোসাইটির সকল সদস্য বিন্দু, কিছুদিন আগে তারা প্রায় শতাদিক পরিবারকে চাল,ডাল,তেল লবন সহ নিত্য প্রয়োজনীয় জিনিস সামগ্রী উপহার দিয়েছেন, এখন তারা আবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে -অসহায় পরিবার যেন চাল,ডালের পাশা-পাশি কাঁচা শাক-সবজি নিতে পারে সে জন্য ফ্রেন্ডস্ সোসাইটি, মাওনা চৌরাস্তা ফ্রাইওভারের নিচে মানবতার বাজার স্থাপন করছেন, যেখান থেকে প্রয়োজন মত অসহায় মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার নিয়ে যেতে পারবে,যেখানে ফটোশেসন করার মত সেখান নেই কেউ,শুধু যার যা প্রয়োজন সে এসে নিয়ে যাচ্ছে। মানবতার বাজার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন,সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক জাকিয়া আক্তার, সহ ,সোহাগ, রনি,রতন,সৌরভ সভাপতি বলেন,আমরা সব সময় চেষ্টা করবো অসহায় মানুষের পাশে থাকার,সবাই আমাদের জন্য দোয়া করবেন সাধারণ সম্পাদক জাকিয়া বলেন, আমরা সকল ফ্রেন্ড মিলে সবসময় অসহায় মানুষের পাশে আছি, এবং ভবিষ্যতেও পাশে থাকবো সবসময় ইনশাল্লাহ
Leave a Reply