শোভা পঞ্চম শ্রেণীতে পড়ে ক্লাসের প্রথম সারির ছাত্রী অত্যন্ত মেধাবী এবং সতস্ফুর্ত কিন্তু তার আচার-আচরণ বড্ড অভিমান এবং জেদির বহি প্রকাশ ঘটতো এমনটাই বলছিলেন গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহিনুর রহমান। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্বপন মিয়া একমাত্র কন্যা সুবর্ণা আক্তার শোভা তার মা এবং বড় ভাই তারিকুল ইসলাম এর সাথে ঘুড়ি উড়ানো নিয়ে অভিমান করে বাড়ির পাশে আম গাছের সাথে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এমনটিই জানিয়েছে পারিবারিক সূত্র। গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৫ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭মে) বিকাল ৩টার দিকে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের উত্তরপাড়া এলাকা থেকে শোভা আক্তার (১১) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মা বলেন,সকাল সাড়ে ১০টার দিকে শোভা আক্তার ঘুড়ি উড়িয়ে দেওয়ার জন্য বায়না ধরে। কিন্তু আমি তার কথা না শোনে ঘাস কাটার জন্য বাড়ি থেকে রেড়িয়ে যাই। তার কিছু ক্ষণ পর আমার ছেলে তারিকুল আমাকে ডাকাডাকি শুরু করে। আমি বাড়িতে এসে দেখি শোভা আক্তার আম গাছের সাথে ওড়না দিয়ে ঝুলতেছে। আমি দেখে তারাতাতি করে উড়না কেটে নামাতেই মারা যান শোভা আক্তার । কান্নাকাটির শব্দ পেয়ে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল জানান, এঘটনায় স্থানিয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করার পর স্থানীয়দের অনুরোধে এবং নিহতের পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে এবং মাটি দেওয়ার জন্য বলা হয়েছে।
Leave a Reply