বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের তালপুকুর এলাকায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং এলাকা থেকে আসা ক্ষুধার্ত বেদে সম্প্রদায়ের মাঝে আজ (৯ই মে) রোজঃশনিবার দুপুর ১২:০০ ঘটিকার সময় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে শেরপুর থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মোঃ গাজীউর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন কালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান বলেন, মুন্সিগঞ্জ জেলার লৌহজং এলাকা থেকে বেদে সম্প্রদায় শেরপুরে এসে ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন জেনে এখানে এসেছি এবং সাধ্যমত তাদের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দিয়েছি। এই শেরপুর এলাকায় কেউই পেটে ক্ষুধা নিয়ে জীবন যাপন করবে না। ক্ষুধার্ত ব্যক্তিদের ক্ষুধা নিবারণের জন্য শেরপুর থানা পুলিশের পাশাপাশি তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই। বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে আর কেউ ক্ষুধার জ্বালায় থাকবে না। ক্ষুধামুক্ত থাকবে অসহায় দরিদ্র গরিব মানুষগুলো।
Leave a Reply