টিম সাউদির গতিতে রীতিমতো কাঁপছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ডের করা ৩৭৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৪০ রানে প্রথমসারির ৬ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড। লর্ডসে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়েন নিউজিল্যান্ডের তরুণ ওপেনার ডেভন কনওয়ে। তার ২২টি চার ও এক ছক্কায় গড়া ২০০ রানের ঝকঝকে ইনিংসে ভর করে ৩৭৮ রান করে সফরকারী নিউজিল্যান্ড। এছাড়া দলের হয়ে ৬১ রান করেন হেনরি নিকোলস। দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি পাঁচজন ব্যাটনম্যান। ইংল্যান্ডের হয়ে অভিষেক হওয়া ২৭ বছর বয়সী পেসার ওলি রবসন শিকার করেন ৭৫ রানে ৪ উইকেট। ৮১ রানে ৩ উইকেট নেন মার্ক উড। জবাবে ব্যাটিংয়ে নেমে কাইল জেমিসনের গতির মুখে পড়ে দলীয় ৪ রানে ফেরেন ওপেনার ডম সিবলি। ১৪ রানের ব্যবধানে টিম সাউদির প্রথম শিকারে পরিণত হন জ্যাক ক্রয়েলি। ১৮ রানে ২ উইকেট পতনের পর জো বার্নের সঙ্গে জুটি বেঁধে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক জো রুট। ১১৩ বলে ৪২ রান করা রুটকে দ্বিতীয় শিকারে পরিণত করেন জেমিসন। এরপর ইংলিশ শিবিরে রীতিমতো তাণ্ডব চালান টিম সাউদি। শূন্যরানের ব্যবধানে ইংল্যান্ডের তিন তারকা ব্যাটসম্যান ওলি পপ, ডেন লরেন্স ও জেমস ব্রেসিকে সাজঘরে ফেরান সাউদি। চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির আগে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে ইংল্যান্ড। এখনো ২১৪ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
Leave a Reply