শুভ শুভ শুভদিন আজ ১২/১১/২০২০ইং রোজ বৃহস্পতিবার, খান সেলিম রহমান স্যার এর জন্মদিন।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, জনপ্রিয় আইপি চ্যানেল মাতৃজগত টিভির চেয়ারম্যান, জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক, বাংলাদেশ জাতির পিতা পরিষদ ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের চেয়ারম্যান। বাঙ্গালী জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মোঃ খান আব্দুর রব মিয়া সাহেবের সুযোগ্য সন্তান, একজন সত স্বাহশি আদর্শবান সাংবাদিক, খান সেলিম রহমান স্যার এর জন্মদিন।
খান সেলিম রহমান স্যার, যখন থেকে, তিনি বুঝতে শিখেছেন তখন থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে নিজেকে তৈরি করছেন প্রতিনিয়ত, রিদয়ে ধারন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। যিনি অক্লান্ত পরিশ্রমে গরে তুলেছেন প্রিয় মাতৃজগত পরিবার। খান সেলিম রহমান উনার ইমেজের ভেতর খুঁজে পাওয়া যায় মা মাটির গন্ধ। উনার বিশেষ গুণ হল সদা মিষ্টিভাষী, বিনয়ী ও সত্যবাদি যার সততা, নিষ্ঠা, ও আদর্শ প্রতি নিয়ত যে কাউকে মুগ্ধ করে দেয়।
খান সেলিম রহমান স্যার, covid-19 এ কর্মহীন গৃহবন্দী সাধারন মানুষের মাঝে দিয়েছেন, অনেক দান অনুদান এখনো দিয়ে যাচ্ছেন। যার মানবিক সত্তাকে অহংকারী করেনি বরং করেছে অতি মানবিক। জীবন তাকে নিয়ে গেছে সাধারণ মানুষের গভীরে-জীবনের কাছাকাছি। খান সেলিম রহমান স্যার, নিজের চাওয়ার পাওয়া, নিজের কষ্টের বিষয়টি কখনোই কাউকে বুঝতে দেন না। ক্ষমতা, বা পদ বিমুখ এই মানুষটি কখনো নিজের না পাওয়া কষ্টগুলো কাউকে বুঝতেও দেন না। উনার প্রিয় মাতৃজগত পরিবারের প্রতিটা সদস্যকে নিজের বুক দিয়ে আগলে রেখেছেন।
খান সেলিম রহমান স্যার, উনার মতো একজন নির্ভেজাল, নিষ্ঠাবান, সাদা মনের মানুষের, অক্লান্ত পরিশ্রমে গরে তুলা প্রিয় মাতৃজগত পরিবারের সামান্য একজন সদস্য হতে পেরে আমি নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করছি। এই ক্লীন ইমেজের নেতৃৃত্বের প্রতি আমার শ্রদ্ধা ভরা ভালোবাসা। আমার প্রিয় মাতৃজগত পরিবার সহ দেশবাসির কাছে, খান সেলিম রহমান স্যারের জন্য দোয়া কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন মহান আল্লাহ্ তায়ালা যেন। স্যারকে সব সময় ভালো রাখেন সুস্থ্য রাখেন।
দোয়া কামনায় মো: ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার মাতৃজগত টিভি আইপি চ্যানেল। শেখ মোঃ হুমায়ূন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, মাতৃজগত টিভি আইপি। ও সিনিয়র ক্রাইম রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা। মোঃ আতিকুর রহমান এলএল,বি স্টাফ রিপোর্টার। মোঃ জাহাঙ্গীর আলম, ব্যুরো প্রধান গাজীপুর জেলা। মোঃ মাসুম রানা, বিশেষ প্রতিনিধি গাজীপুর জেলা। এস এম তৈয়বুর রহমান, গাজীপুর প্রতিনিধি। মোঃ চঞ্চল খান, গাজীপুর জেলা প্রতিনিধি, সহ মাতৃজগত পরিবার।
আমার প্রিয় মাতৃজগত পরিবারের পক্ষ থেকে, শুভ, শুভ, শুভ জন্মদিন, খান সেলিম রহমান।
Leave a Reply