ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নজরুল হক চাঁন মিয়ার নামের এক ব্যক্তিকে বাশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে ফারুক হোসেনকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত ফারুক হোসেন উপজেলার আছিম পাটুলি গ্রামের নিহত নজরুল হক চাঁন মিয়ার ছেলে। বুধবার (২৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২টায় দিকে জেলার ভালুকা উপজেলা উথুরা ইউনিয়নের চামাদি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বুধবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪’র মিডিয়া অফিসার ও সহকারি পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফারুক হোসেন বলেন, পাওনা টাকা নিয়ে দন্দ্বে কথা কাটাকাটির জেরে বাবা নজরুল ইসলাম চাঁন মিয়াকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি আরও বলেন, গত শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নজরুল ইসলাম চাঁন মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে ছেলে ফারুক হোসেন। পরে স্থানীয়রা নজরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ১১টার দিকে নজরুল ইসলাম চাঁন মিয়া মারা যান। এ ঘটনায় পরদিন রবিবার (২১ ফেব্রুয়ারি) নিহতের অপর ছেলে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply