জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা ০১ চর পাকেরদহ ইউনিয়নের ০৬ ওয়ার্ডের বাসিন্দা সামিউল ইসলাম(৫৫) এর কণ্যা দুই সন্তানের জননী সপ্না বেগম (২৭) গত একমাস আগে জানুয়ারি ১০/০১/২০২১ ইং তারিখে তার স্বামী শামীম কামার (৩৪) পিতাঃ নুরু কামার (৫০) এর বাড়িতে নির্যাতন করে হত্যা করে আত্যহত্যা বলে চালিয়ে দিয়েছে সপ্নার স্বামী শামীম এবং তার পরিবারের অভিযোগ নিহত সপ্নার আরেক বোন শারমিন(২০) সপ্নার নিহত হওয়ার পর থেকে কান্না করতে করতে শেষ পরযন্ত মৃত্যু বরন।এতে একমাসের মধ্যে একই পরিবারের দুই সন্তান হারিয়ে দ দিশেহারা সামিউলের পরিবার। পরিবারের সদস্যদের বিষয়টি সুস্থ তদন্তের দাবি সরকার এবং দেশের গণমাধ্যমের নিকট ভুক্তভোগিপরিবারের। সপ্নার বাবার অভিযোগ তার মেয়েকে কঠিন ভাবে মারপিট এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরতর আঘাতের মাধ্যে দিয়ে হত্যা করে। সপ্নার বাবা সামিউল মাদারগঞ্জ থানায় মামলা না করতে পেরে জামালপুর আদালতে একটা হত্যা মামলা দাখিল করে। কিন্তুু আজ পরযন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।তাই আমি মাতৃজগত পত্রিকা এবং বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার প্রতিনিধি হিসেবে বিষয়টি সম্পর্কে গণমাধ্যম এর সহযোগিতার জন্যে সরেজমিনে সপ্নার বাড়িতে উপস্থিত হয়। বর্তমানে এমন নির্মম ঘটনায় সপ্নার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং এলাকাবাসী সপ্না হত্যার বিচার দাবি করেছেন।
Leave a Reply