মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনামঃআসছে চমক,কে হচ্ছে মিন্টুর চকবাজারে আগামীর কাউন্সিলর

স্টাফ রিপোর্টারঃ গোলাম রাব্বানী :
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

সাতবারের নির্বাচিত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর চকবাজার ওয়ার্ডে এবার কাউন্সিলর পদে কে পাচ্ছেন আওয়ামীলীগের দলীয় সমর্থন। গত বৃহস্পতিবার (১৮ মার্চ) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু মারা যাওয়ার পরপরই এই নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা। একাধিক প্রার্থী আওয়ামীলীগের দলীয় সমর্থন পেতে জোর তৎপরতা শুরু করেছেন। গত নির্বাচনেও এই ওয়ার্ডে আওয়ামীলীগে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্তে মিন্টুই দল থেকে সমর্থন পেয়ে নির্বাচন করেছিলেন। কোন ধরনের প্রভাব-প্রতিপত্তি ছাড়াই এলাকার মানুষের ভালোবাসার সমর্থন নিয়ে এক নাগাড় ত্রিশ বছরেরও বেশি সময়কাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে একক রাজত্ব করে গেছেন এলাকার জনপ্রিয় কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু। উল্লেখ্য গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হন সাইয়েদ গোলাম হায়দার মিন্টু। নির্বাচিত হয়ে গত ২৩ ফেব্রুয়ারি দায়িত্ব নেন তিনি।দায়িত্ব নেওয়ার মাত্র ২৫ দিনের মাথায় করোনার কাছে হেরে গিয়ে গত বৃহস্পতিবার মৃত্যু বরণ করেন। খবর নিয়ে জানা গেছে, চকবাজার ওয়ার্ডে উপ নির্বাচনে আওয়ামলীগের দলীয় সমর্থন পেতে চায় মোট ৫জন প্রার্থী। যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন চকবাজার থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, থানা আওয়ামীলীগের সদস্য হাজী সেলিম রহমান, যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন ফরহাদ, অ্যাডভোকেট শাহেদুল আজম শাকিল। এদের মধ্যথেকে যে কারো ভাগ্যে কাউন্সিলর পদে আওয়ামীলীগের দলীয় সমর্থন জুটতে পারে। সেই চেষ্টায় আছেন সকলেই। গত নির্বাচনে সকলেই নির্বাচন কমিশন থেকে ফরম নিয়েছিলেন। শুধুমাত্র দেলোয়ার হোসেন ফরহাদ ছাড়া আর কেউ নির্বাচন করেননি। উপ নির্বাচনের ব্যাপারে চকবাজার থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন জানান, আমি দলের র্দুদিনে রাজনীতি করেছি। সময়ে অসময়ে দলের সাথে ছিলাম।দলকে ব্যবহার করে কখনো কোন অন্যায় কাজ করি নাই। সবসময় স্বচ্ছ রাজনীতি করেছি।দল মনোয়ন দিলে মানুষের জন্য কাজ করবো।মিন্টু ভাই যেমন সবসময় মানুষের পাশে থাকতেন আমিও চাই মিন্টু ভাইয়ের মত মানুষের কাছে থাকতে। যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু জানান, দীর্ঘদিন থেকে মাঠের রাজনীতি করে আসছি। দলের জন্য কাজ করতে গিয়ে বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি কিন্তু কখনো বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি। গত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছিলাম।দল থেকে মিন্টু ভাইকে মনোনয়ন দেওয়ায়, দলীয় নির্দেশ মেনে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে ছিলাম।দীর্ঘ রাজনীতি জীবনে সবসময় দলীয় সিদ্ধান্ত মেনে চলার চেষ্টা করেছি ।সবসময় করে যাব। তিনি আরো বলেন, দল থেকে আমাকে মনোনয়ন দিলে চকবাজারকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন ফরহাদ জানান, গতবার সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করেছিলাম। এবার উপনির্বাচনেও চেষ্টা করবো দলীয় সমর্থন পেতে।দলীয় সমর্থন না পেলে তখন অন্য চিন্তা করবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581