করোনা রোগীর নমুনা সংগ্রহ বাড়াতে নাটোর জেলা স্বাস্থ্য বিভাগকে এক হাজার নমুনা সংগ্রহ কীট প্রদান।
সন্দেহভাজন করোনা আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহ বাড়াতে নাটোর জেলা স্বাস্থ্য বিভাগকে এক হাজার নমুনা সংগ্রহ কীট প্রদান করা হয়েছে।(৫ই মে) দুপুরে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমানের কাছে কীট গুলো হস্তান্তর করেন।এসময় তিনি পরীক্ষা বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে সিভিল সার্জনের প্রতি আহবান জানান সাংসদ।এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply