“মাদারিপুর প্রতিনিধি
রাকিবুল হাসান(রকি)”
মাদারিপুর শিবচর পৌরসভায় সাধারণ মানুষ সচেতন না হওয়ার কারনে শিবচরে করোনা ভাইরাস সংক্রম বেড়ে যায়। তাই এই সংক্রম ঠেকাতে শিবচর পৌর মেয়র সহ,যুবলীগ ছাএলীগের নেতা বৃন্দুরা যৌথ্য ভাবে মিলিত হয়ে একসাথে করোনা প্রতিরোধে লক্ষ্যে কাজ করে জাচ্ছে । এ সময় উপস্থিত ছিলেন শিবচর পৌর মেয়র জনাব: আওলাদ হোসেন (খান) সহ উপস্থিত ছিলেন
শিবচর থানা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা।আরো ছিলেন শিবচর পৌর,যুবলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান তালুকদার। আরো ছিলেন শিবচর পৌর,যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত(গোমস্তা)
আরো ছিলেন শিবচর পৌরসভা ৩ নং ওয়াডের সভাপতি বাপ্পি শিকদার।
একিই সাথে শিবচর থানা ছাএলীগের সভাপতি রাজিব ঢালি। সহ আওয়ামীলীগের নেতা বৃন্দুরা। শিবচরের সাধারণ
মানুষকে সচেতন ও সাস্থ বিধি মেনে মুখে মাক্স পরার নির্দেশনা দেন।।
Leave a Reply