মানুষ মানছে না সামাজিক দুরত্ব ব্যস্ত হয়ে উঠেছেন ক্রেতা-বিক্রেতারা। শিবচর খলিফা পট্টি, সহ-শিবচর, উপজেলার অধিকাংশ মার্কেট গুলোতে শারিবেধে আসছেন সব শ্রেণীর মানুষ।
ঈদ,কে সামনে রেখে কেনাবেচা জমে উঠছে শিবচরের মার্কেট ও শারি বিতান দোকান গুলোতে। সব শ্রেণীর মানুষ ঈদের পোশাক কেনার জন্য সাস্থ্যবিধি না মেনেই ঢুকে পোরছেন মার্কেট এর ভিতরে। অনেকে আবার শিশু-কিশোর সহ- পরিবারের সবার সাথে বেড়িয়েছেন ঈদের কেনাকাটা করার জন্য। কোন রকম স্বাস্থ্য বিধি না মেনেই কোরছেন কেনাবেচা। ক্রেতা-বিক্রেতারা মাস্ক বা গ্লাভস ব্যবহার না করেই কোরছেন দোকানের বেচাকেনা। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। একে অপরের সাথে গা ঘেঁষে ঘুরছেন মার্কেট গুলোতে। এতে করে করোনার ঝুঁকি বাড়লেও সচেতন হচ্ছে না কেউ। তবে ক্রেতাদের অভিযোগ দোকান গুলোতে নেই কোনো করোনা প্রতিরোধে কার্যকরি ব্যবস্থা। এবং
দোকানদার জানান ক্রেতারা নিয়ম না মেনেই ঢুকে পোরছেন দোকান গুলোতে।
এতে করে জনসমাগম বেশি হচ্ছে।
যেখানে বলা হয়ে একটি দোকানে ৪ জন এর বেশি ক্রেতা প্রবেশ কোরতে পারবে না। সেখানে কিন্তু দেখা জাচ্ছে একটি দোকানে ১০,এর অধিক ক্রেতা জনসমাগম হয়ে কোরছেন ঈদের কেনাকাটা।
Leave a Reply