ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বরে অ্যাম্বুলেন্সের গতি নিয়ন্ত্রন হারিয়ে বালুবাহি ট্রাকের পিছনে সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সর ড্রাইভারসহ আরোহী ৪ জন আহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১১ টার দিকে এ দুঘর্টনা ঘটে। পাচ্চর গোলচত্বরটিতে মাঝে মাঝেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। আহতরা হলেন, অ্যাম্বুলেন্স চালক আবুসাইদ (৪৮) ও সাভারের একই পরিবারের তিন জন ডেবিড (৪৯) জোসেফ (৩৮) জ্যাকোপ (৫৯) । পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরিশালের উজিপুর থেকে পিতার দাফন কার্যক্রম সম্পূর্ণ করে অ্যাম্বুলেন্স করে ঢাকা সাভারের উদ্দেশ্যে রওনা করে শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর নিকট আসলে অ্যাম্বুলেন্স এর গতি নিয়ন্ত্রন হারিয়ে বালুবাহি ট্রাকের পিছন থেকে সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স গাড়ির চালক আবু-সাইদ(৪৮ )ও অ্যাম্বুলেন্স আরোহী ডেবিড (৪৯),জোসেফ(৩৮), জ্যাকোপ (৫৯)নামে তিন জন গুরুতর আহত । পরে আহতদের পাঁচ্চর রয়েল হসপিটালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে পাঁচ্চর রয়েল হাসপিটালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফদিরপুর মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়।
Leave a Reply