বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল – শিবচর উপজেলা শাখার প্রয়াত সভাপতি রিপন মুন্সি স্মৃতি সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।।
মোট ৫০ টি পরিবারের মধ্যে এই সহযোগিতা করা হয়।।
প্যাকেটের মধ্যে ছিলো-মুড়ি ১ কেজি,-আটা ১ কেজি,-চিনি ১ কেজি,-খেজুর ৫০০ গ্রাম, -ছোলা ১ কেজি,ও বেশন ৫০০ গ্রাম।।
এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (সজিব খান),সহ- সভাপতি (ওবায়দুর রহমান)সাংগঠনিক সম্পাদক (তুরাগ খান)-সাইদুর বেপারী,বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের (জাহিদ হাসান),মাদবরেরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি-ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।।
Leave a Reply