চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে উপজেলার ৬১৭ জন বীর মুক্তিযোদ্ধা কে ঈদ ই ফিতর উপলক্ষে উপহার প্রদান করেন সংসদ সদস্য ৪৩-চাঁপাইনবাবগঞ্জ ১, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধাদের মাঝে পাঞ্জাবি পায়জামা ও সম্মাননা ক্রেস্ট উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সৌজন্যে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাদের হাতে এসব উপহার তুলে দেয়া হয়। এর আগে উপজেলা সম্মলন কক্ষে আলোচনা সভা অনুুুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি,উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান সহ গনমাধ্যম কর্মিবৃন্দ ভিডিও কনফারেন্সে এমপি মহাদয় আলোচনা সভায় অংশ নেন। উপজেলায সমাজসেবা কার্যালয়ের সামনে ৬১৭জন বীর মুক্তিযোদ্ধা কে পাঞ্জাবি-পায়জামা ও ক্রেস্ট তুলে দেন কাঞ্চন কুমার দাস সমাজসেবা অফিসার শিবগঞ্জ উপজেলা, তোহিদুল আলম টিয়া সভাপতি শিবগঞ্জ উপজেলা এনজিও ফোরাম সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার বজলুল রশিদ সনু।
Leave a Reply