সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দোকানীকে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, আটক ১

মো নূরনবী ইসলাম বিশেষ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলা
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক কনফেক্সনারী দোকানি কে কুপিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । এ বিষয়ে ভুক্তভোগীর ভাই শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে একছ আসামীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ । থানায় প্রদত্ত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাত ৯ টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মো: একরামুল হকের ছেলে ইব্রাহিম আলী (১৯) কানসাট ব্রীজ সংলগ্ন মার্কেটে নিজ কনফেক্সনারী দোকান বন্ধ করে ভ্যানে চড়ে বাড়ি ফিরছিলো । এমন অবস্থায় ব্রীজের উপর পৌঁছামাত্র কানসাট মিলিক এলাকার জামাল বিশ্বাস, ফাহিম বিশ্বাস, রাসেল ও রায়হান মিলে ভ্যানটির গতিরোধ করে ইব্রাহিম আলীকে নামিয়ে এলোপাথাড়ি মারপিট করার পর ধারালো অস্ত্র দিয়ে হাত ও পায়ের উরুতে আঘাত করে মারাত্নক জখম করে । এসময় দোকান থেকে নিয়ে আসা ২৬ হাজার ৫ শত টাকা কেড়ে নেয় বলেও অভিযোগ করেন তারা । এ বিষয়ে ভুক্তভোগীর ভাই ওয়াসিমুল বারি বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে শিবগঞ্জ থানা পুলিশ জামাল নামে এক আসামীকে আটক করে । বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা জামাল নামের এক আসামীকে আটক করে আদালতে সোপর্দ করেছি । বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে । এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলাও চলমান রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581