সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় ২০২১-২২ অর্থ বছরে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ৫৮ কোটি ২৮ লক্ষ ১৭ হাজার ৭৪৯ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। ২৯ শে জুন মঙ্গলবার দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত সভায় এ বাজেট পেশ করেন পৌরসভার সন্মানিত মেয়র জনাব মনির আক্তার খান তরু লোদী। শাহজাদপুর পৌরসভায় ২০২১-২২ অর্থ বছরের ঘোষিত বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি। এসময় পৌরসভার সচিব মনসুর আলম, হিসাবরক্ষক আনিছুর রহমান, প্যানেল মেয়র -১ তৌহিদুর রহমান এ্যাপোলো,কাউন্সিলর আল মাহমুদ, জহরলাল সহ সকল কাউন্সিলর ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌরবাসীর প্রত্যাশা, এ অর্থবছরের বাজেটকে যথাযথভাবে বাস্তবায়ন করে শাহজাদপুর পৌরসভাকে দেশের মডেল একটি পৌরসভায হিসেবে রূপান্তরিত করবেন মেয়র মহোদয়।
Leave a Reply