শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

শাহজাদপুর লকডাউন বাস্তবায়নে ভ্রাভমান আদালত

০৯জুলাই ২০২১ইং কে এম নাসির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার
  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুলাই, ২০২১

করোনা সংক্রমণ প্রতিরোধে সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান অমান্য কারী ও প্রতিষ্ঠানকে জরিমানা ও এক জনকে ৭দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সবাইকে সামাজিক দুরত্ব মেনে চলা ও মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়। জানা যায়, বৃহস্পতিবার (৮ই জুলাই) শাহজাদপুর উপজেলায় সরকারি নির্দেশনা লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৭ টি মামলায় ২১,৫৫০(একুশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা জরিমানা ও এক জনকে ৭দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন। শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন জানান, দোকানদারদেরকে সরকারী আদেশ মেনে দোকান খোলা রাখা, মাস্ক পরিধান করা ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলা হয় এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করার জন্য বলা হয়। সরকারের এই লকডাউন এর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এ অভিযান অব্যাহত থাকবে। শাহজাদপুরবাসীকে স্বাস্থ্যবিধি মানতে ও বিনা প্রয়োজনে বাড়ীর বাহিরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581