শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। বুধবার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার তালগাছী কবরস্থান সংলগ্ন স্থানে ইটভাটার মাটি বোঝাই ট্রাক চাপায় আমজাদ হোসেন (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত আমজাদ হোসেন উপজেলার চরনবীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, এদিন দুপুরে ভ্যানযোগে আমজাদ তার মাকে নিয়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদে বয়ষ্কভাতা কার্ড আনতে যাচ্ছিলো। ভ্যানটি বগুড়া-নগরবাড়ী মহাসড়কের তালগাছী কবরস্থান সংলগ্ন স্থানে পৌঁছালে মাটি বোঝাই একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই আমজাদ মারা যায়। হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ নূরুন্নবী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিহত আমজাদ আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply