সিরাজগঞ্জে শাহজাদপুরে মশিপুর গ্রামে টাইগার ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাট মিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ২০২১-অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে রবিবার দিবাগত রাত্রি মশিপুর সরিষাকোল বাজারে পাশে টাইগার ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাট মিন্টন টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় যে দুটি দল অংশ গ্রহন করে তার এক পান্তে ছিলেন, *বিজন ব্যাট মিন্টন একাদশ ক্লাব। *ও মনিরুল ব্যাট মিন্টন একাদশ ক্লাব। *বিজন ব্যাট মিন্টন একাদশ ক্লাবকে হারিয়ে,মনিরুল ব্যাট মিন্টন একাদশ ক্লাব বিজয়ী হয়। ব্যাট মিন্টন খেলায় সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন,আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য জনাব ইকবাল হোসেন নয়ন। আরো উপস্হিত ছিলেন একাত্তর বাংলা টিভির প্রতিনিধি আমিরুল ইসলাম প্রমুখ। ব্যাট মিন্টন খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, মাহবুবুল আলম সরকার। ও সার্বিক সহযোগিতা করেন ভাই ভাই ডেকোরেটর এর প্রতিষ্ঠাতা মোঃ ইয়ামিন হোসেন। ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন কাউছার আহমেদ মশিপুরি।# মোঃ আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ মোবাইল ০১৬৭৩০৭৩৭৯২#
Leave a Reply