সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড়মহরাজপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত নাজমা খাতুন বড়মহরাজপুর গ্রামের জাকারিয়া প্রামানিকের স্ত্রী বলে জানা গেছে। জানা যায়, রোববার বিকালে নাজমা খাতুন বৈদ্যুতিক ফ্যানে ধান উড়ানোর সময় ফ্যানে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পরে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরিবারের সদস্যরা জানান, বাড়ীর ভিতরে বৈদ্যুতিক ফ্যানের সাহায্যে ধান উড়ানোর সময় ফ্যান বডি হয়ে যায়, তাতে নাজমা স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে। তার জা মমতাজ বেগম তাকে উদ্ধারের জন্য স্পর্শ করতেই তিনিও অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। দুইজনকে উদ্ধারের পর প্রথমিক চিকিৎসায় মমতাজ বেগম সজ্ঞা ফিরে পায়। দুই মাসের শিশু সন্তানসহ তিনটি মেয়ে রেখে নাজমা খাতুনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply