কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে পৌর সদর দারিয়াপুর বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং করেছে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে পৌর সদর দারিয়াপুর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখেন তিনি। এ সময় কিছু দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছি। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন করা আছে কি না ও বেশি দামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখতেছি। কোন ধরনের অনিয়ম দেখলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply