আজ ১৯ মার্চ শুক্রবার রাত ২টার দিকে ঢাকা-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার দারিয়াপুর হালুয়াঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পৌর এলাকার শক্তিপুর মহল্লার আমজাদ শেখ এর ছেলে আশিক (২৫), দ্বারিয়াপুর মহল্লার আজগর শেখ এর ছেলে সাকিব (২২) ও আজাদ শেখ এর ছেলে রাশেদুল ইসলাম(২৪)। সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে শাহজাদপুরে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সায় করে উল্লাপাড়ায় একটি ওরশে যাচ্ছিলো। সিএনজি টি ঢাকা-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার দারিয়াপুর হালুয়াঘাট এলাকায় পৌছলে পাবনা থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ও দুই যাত্রী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহতদের উদ্ধার করে। সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ও শাহজাদপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মঞ্জুরুল আলম এতথ্য নিশ্চিত করেছেন। কে এম নাসির উদ্দিন সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ
Leave a Reply