সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। যা দিন দিন হারিয়ে যেতে বসেছে। গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) সিরাজগঞ্জের শাহজাদপুরে মশিপুর গ্রামে উলকো সংঘ কর্তিক আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি খেলার আসর। আর এই আয়োজনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। আয়োজকরা জানান সাফল্যের ধারাবাহিকতায় ৫০ বছর ধরে এমন আসর আয়োজন করে আসছেন তারা। বিকেল তিনটা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পযর্ন্ত এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,2নং গাঁড়াদহ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য জনাব ইকবাল হোসেন নয়ন। গাঁড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা। এখানে যে সকল খেলা অনুষ্ঠিত হয়েছে। লাঠি খেলা,মেয়েদের অবিরাম দরি গুরানো, সুয়ে শুতা পরানো,ছেলেদের মোরগ যুদ্ধ,বিস্কুট দৌড়,পাতিল ভাঙ্গা,ও যাদুর খেলা। খেলায় পুরস্কার বিতরণ করেন,মশিপুর ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ সাহেব আলী,ও ওমর ফারুক। খেলা সার্বিক সহযোগিতা করেন লিটন,এরশাদ,কমলেশ,রউফ, ছায়েম,নাছির,নসু,ইউছুব,মনি,রনি, মিজানুর প্রমুখ। ধারা ভাষ্যকার হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন,কাওসার আহমেদ মশিপুরি।
Leave a Reply