সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের ৪র্থ দিনে কঠোর অবস্থানে প্রশাসন। সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য ইউএনও শাহ মো. শামসুজ্জোহার নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ আনসার সদস্যরা কঠোর অবস্থানে রোববার সকাল থেকে উপজেলা পৌর সদরসহ বিভিন্ন হাট বাজার অলিগলিতে ঘুরে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে ও মাস্ক পড়ার জন্য আহবান জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, শাহজাদপুরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন সরকারের নির্দেশনা গুলো মেনে চলার জন্য। তিনি বলেন, ঘরে থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন, নিয়মিত মাস্ক পরুন। তিনি আরোও বলেন সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা অব্যাহত রাখবে। কঠোর লকডাউনের ৪র্থ দিনে আরও কঠোর হয়েছে প্রশাসন, সরকারি বিধি নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন শাহজপুরে দারিয়াপুরে ১ দোকানিকে ২ হাজার, খুকনি বাজারে ভাই ভাই টাইলসের দোকানে ৫ হাজার, নরেশ পালের সুতার দোকানে ৫ হাজার ও এনায়েতপুর বাজারে ২ হাজার মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন। তিনি রাস্তাঘাটে অবাধে চলাফেরা ব্যক্তিদেরকে দাঁড় করিয়ে মাস্ক পরার নির্দেশ দেন এবং সরকারের জারিকৃত আইন মানার জন্য আহ্বান জানান।##
Leave a Reply