সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার পাড়কোলা কাঠালতলা এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শুক্রবার আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে দুই ট্রাকের সংঘর্ষে ১ জন কাঁচামাল ব্যবসায়ী নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত কাঁচামাল ব্যবসায়ী মো: পাশা খাঁন(৫০) বগুড়া জেলার ধুনট উপজেলার পূর্ব ভরনশাহী গ্রামের মোজাম্মেল হক খাঁনের ছেলে। আহতরা হলেন,দুলাল(৬০),বাটুল(৩০),টুটুল(৩০) ও বিপ্লব (৩৫)। এদের সবার বাড়ি ধুনট উপজেলায়। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহাজাহান আলি জানান, উল্লাপাড়া থেকে ছেড়ে আসা বাঘাবাড়িগামী বালুবোঝাই একটি বিকল ট্রাক(ঢাকা মেট্রো-ট-২২-০৭৭৭) আগে থেকেই পাড়কোলা বাসস্ট্যান্ডের দক্ষিণে কাঠালতলা এলাকায় দাড়িয়ে ছিল। ভোর সাড়ে ৪টার দিকে একটি খালি ট্রাক(ঢাকা-ন-২০-৪৩-৭৭) বগুড়ার ধুনট থেকে কয়েকজন কাঁচামাল ব্যবসায়ীদের নিয়ে পাবনার বেড়া হাটে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছে দাড়িয়ে থাকা বালুবোঝই ট্রাকটিকে পিছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমরেমুচরে যায়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দুমরেমুচরে যাওয়া ট্রাকের সামনের অংশ মেশিনের সাহায্যে কেটে আহত ৫জনকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর কিছুক্ষণ পর সেখানে কাচামাল ব্যবসায়ী পাশার মৃত্যু হয়। নিহত পাশার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানা যায় এবং আহতদের মধ্যে বিপ্লবকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
Leave a Reply