লকডাউন এই সময়ে পুলিশ অভিযান কম থাকায় শহরের চিটকে চোর ও ছিনতাইকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
গতকাল কক্সবাজার শহরের জেলখানা ও উত্তরন সংলগ্ন মেইন রোড়ে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা যায়।
গতকাল ১৯ জুন রাত ৯ টায় শহরের মধ্যম কুতুবদিয়া পাড়া নিবাসী জৈনক আবদুল গনি (২০) ও তার ছোট ভাই লিংক রোড় থেকে আসার পথে উক্তস্থানে ছিনতাইকারীদের কবলে পড়ে।
প্রাপ্ত সুত্রে আরো যায় – অজ্ঞাত ৪/৫ জন লোক গাড়ী থামাতে বলে। আব্দুল গনি ডিবি পুলিশ মনে করে গাড়ি থামাতেই ছিনতাই কারীরা গণি ও তার ছোট ভাইকে টানাহেঁচড়া করে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য করে।
তারা নামতে না চাইলে এক পর্যায়ে এলোপাতাড়ি মারধর ও চুরি বের করে হত্যার ভয় দেখিয়ে সুজকি মোটর সাইকেল ও ২৫,০০০/- টাকা মুল্যের ১টি লেকমি এনড্রয়েড মোবাইল ( যার সীম নং-০১৮২৬- ৭০৫৭১২) ও ১টি ১২০০/- টাকা (যার সীম নং- ০১৮৯২- ৯৫০৪৯২) দামের সেমপনি মোবাইল ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা টার্মিনালের দিকে চলে যায়।
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর -LA-11-3982, chassis no- MOTORCYCLE SUZUKI INDIA LTD-2016, Engin no- MB8NG4BBG-691001
আরো জানা যায়- টেকনাফ থানার সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিলের মোঃ সুলতানের ছেলে আব্দুল গনি কক্সবাজার পৌরসভার মধ্যম কুতুবদিয়া পাড়া থেকে বিয়ে করে শ্বাশুর বাড়িতে থাকে।
সম্প্রতি গনি গ্রামের বাড়ি থেকে আসার সময় লকডাউনের কারনে গাড়ি না পেয়ে বড় ভাই ওসমান গনির ব্যবহারিত মোটর সাইকেল নিয়ে এসেছিলেন। এরই মধ্যে গত ১৯ জুন রাত ৯ টায় ছিনতাইকারীরা হত্যার ভয় দেখিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।
কেউ উক্ত মোটর সাইকেলের সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরুষ্কার দিবেন বলে জানিয়েছেন আবদুল গনি । গনির মোবাইল- ০১৭৯০-৮৮৬৯৯২।
ছিনতাইকারীদের মারধরে আব্দুল গনি শারীরিক অসুস্থ থাকায় এব্যাপারে এখনো থানায় মামলা করেনি। আগামী কাল থানায় এসে মামলা করবেন বলে জানিয়েছেন ছিনতাইয়ের শিকার আব্দুল গনি।
আব্দুল গনি তার মোটরসাইকেল ও মোবাইল উদ্ধারে পুলিশের সহযোগীতা কামনা করেছেন।
Leave a Reply