ভোলার লালমোহনের প্রায় ৩ কোটি ৭৯ লাখ টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন নতুন ডাকবাংলোর শুভ উদ্বোধন করলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। ভোলা জেলা পরিষদের বাস্তবায়নে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ডাকবাংলোর সামনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানে দেশের প্রত্যেকটি সেক্টরে উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পর্যটন, আবাসনসহ সকল ক্ষেত্রে উন্নয়ন এখন দৃশ্যমান। মধ্যম আয়ের দেশ থেকে বাংলাদেশ এখন উন্নত রাস্ট্রে পরিনত হতে চলছে। পৃথিবীর অনান্য রাস্ট্র এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে ততদিন পথ হাবারে না বাংলাদেশ।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদের সদস্য মনির হাওলাদার, মাকসুদুর রহমান হাওলাদার ও সাবিনা ইয়াসমিন প্রমূখ।
Leave a Reply