মোঃ ফরিদ উদ্দিন, লালমোহন: ভোলার লালমোহনে জেলেদের পুনর্বাসনের চাল সঠিকভাবে বিতরন নিশ্চিত করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। সোমবার বিকালে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১১শত জেলের মাঝে চাল বিতরন উদ্বোধন করা হয়। এসময় এমপি শাওন বলেন, সরকারী নিষেধাজ্ঞা থাকায় ২ মাস মাছ না ধরে জেলেরা সরকার থেকে সাহায্য পাচ্ছে। তাদের এ প্রাপ্যে এ ঘাটতি যেন না থাকে। তার দিকে জনপ্রতিনিধিদের দৃষ্টি দিতে হবে। কোন অনিয়ম হলে বরদাস্ত করা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল অসহায় মানুষের পাশে আছেন। যতবড় দুর্যোগ আসুক না কেনো জননেত্রী শেখ হাসিনা থাকতে একটি মানুষও কষ্ট পাবে না।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান, আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহিন আহমেদ জুয়েল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, শাহজাহান বেপারী, সম্পাদক সহিদুল্যাহ সেলিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকি বেপারী, সম্পাদক শাকিল ফরাজী প্রমুখ।
Leave a Reply