কুমিল্লার লাকসামে আজ শনিবার (১২ জুন) সকালে পানিতে ডুবে রোমানা নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশু উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের আবুল বাশারের মেয়ে। পারিবারিক সুত্রে জানা গেছে, ওইদিন সকাল সোয়া ৯ টার দিকে শিশুটি ঘরে খেলা করছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে শিশুটির মা, কাকাসহ অন্যরা খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ঘরের পাশেই একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই শিশুটিকে তাৎক্ষনিক লাকসামের একটি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই শিশুর কাকা সোহাগ জানায়, সকাল সোয়া ৯ টার দিকে সে তখন ভাত খাচ্ছিল। আর শিশু রোমানা ঘরে খেলা করছে। একপর্যায়ে সে শিশু রোমানার মুখে ভাত তুলে দেয়। কোনো এক ফাঁকে সবার অলক্ষ্যে ঘর থেকে বেরিয়ে যায় এবং ঘরের পাশেই একটি ডোবায় পড়ে মারা যায়। এদিকে শিশু রোমানার মা অত্যন্ত সুন্দর ফুটফুটে শিশু সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং বার বার মুর্ছা যান। অপরদিকে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, নিহত শিশুটিকে শেষবারের মত একনজর দেখতে ওই বাড়িতে এলাকার শত শত লোক ভীড় করেন। এ সময় অত্যন্ত ফুটফুটে আদরের শিশু রোমানার মৃত্যুতে ওই বাড়িতে চলে শোকেরমাতম। স্বজনদের আহাজারিতে গোটা পরিবেশ যেন ভারী হয়ে উঠেছে।
Leave a Reply