চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)পৃথক অভিযানে ৩০ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও ১ হাজার ৯ শত পিস ভারতীয় ব্যথানাশক ঔষুধসহ একজন আটক হয়েছে। সোমবার (৫জুন) সকাল ও গত রোববার(৪’জুন)রাতে অভিযান দু’টি চালানো হয়। র্যাবের অভিযানে বিড়িসহ আটক হন শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সুজন আলী(২০)। চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,সোমবার সকাল সোয়া ৭টার দিকে শিবগঞ্জ পৌর পিঠালিতলা পাইকড়তলা মাঠে অভিযান চালিয়ে চোরাচালানকৃত ৩০ হাজার পিস ভারতীয় বিড়িসহ আটক হন সুজন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি ব্যাটালিয়ন(রহনপুর ব্যাটারিয়ন) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে কামালপুর সীমান্তের ৫ শত গজ বাংলাদেশের ভেতরে দৌলতবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে জব্দ হয় ১ হাজার ৯ শত পিস ভারতীয় ব্যাথানাশক ট্যাবলেট(টাইডল ১০০ মি.গ্রাম)। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply