বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

র‌্যাব-৫ এর অভিযানে ৪ জুয়াড়ী আটক খেলার সরঞ্জামসহ

২৩ জুলাই ২০২১ ইং মোঃ মোজাম্মেল হোসেন বাবু জেলা ব্যুরো রাজশাহীঃ
  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

র‌্যাব-৫ রাজশাহীর একটি দল গতকাল বৃহস্পতিবার ২২ জুলাই এ তথ্য নিশ্চিত করেন খেলার সরঞ্জামসহ নাটোরে ৪ জুয়াড়ীকে আটক করেছে। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধা ৭ টা ৪৫ মিঃ থেকে রাত ৯ টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানার তেবাড়িয়া উত্তর পাড়া গ্রামে কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১২০ টি তাস, জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৮৯০ টাকা, ৪ টি গ্যাসলাইট, ৫ টি মোবাইল, ৭ টি সীমকার্ড, ৪ টি মোমেরী কার্ড, ৪ জোড়া স্যান্ডেল, ১ টি আংশিক পোড়া মোমবাতি ও জুয়া খেলায় ব্যবহৃত ১ টি পলিথিনসহ কামাল হোসেন (৩৩), পিতা- আব্দুল খালেক, আকাশ ইসলাম (১৯), পিতা- ফারুক হোসেন, রাসেল আলী (২০), পিতা- সমসের আলী ও সোহাগ হোসেন (১৯), পিতা- মোস্তফা, সর্ব সাং- তেবাড়িয়া উত্তরপাড়া, থানা ও জেলা- নাটোরকে আটক করতে সক্ষম হয় এছাড়াও অজ্ঞাতনামা আরও ৫/৬ জন আসামী কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা উপস্থিত সাক্ষীদের সামনে ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে এ ঘটনায় নাটোর সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। র‌্যাব- কে তথ্য দিয়ে সহায়তা করুন, জুয়াড়ী মুক্ত সমাজ গড়ুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581