র্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল সিপিসি-২, নাটোর ক্যাম্প, অদ্য ১১ জুন ২০২১ ইং তারিখ রাএী ০২.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন মোহরকয়া গ্রাম এলাকায় কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে, মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায়, মোবাইল -১১ টি, সিমকার্ড-২৫ টি, মেমোরীকার্ড – ০৪ টি, মোবাইল চার্জার-০৩ টি, গ্যাসলাইটার-০২ টি, ইয়াবা-০৩ পিস, ইয়াবা সেবনের স্টীক-০১ টি, ইয়াবা সেবনের কর্ক-০১ টি, নগদ টাকা-৩,৬৫০/- টাকাসহ আসামী ১। মোঃ শুভ (২০), পিতা- মোঃ মনিরুল ইসলাম, সাং- মোহরকয়া পূর্বপাড়া, ২। মোঃ আব্দুল আল মামুন (২৫), পিতা- মৃত- সামাদ মন্ডল, সাং- মোহরকয়া, ৩। মোঃ মোঃ রুবেল সর্দার (২২), পিতা- মৃত- জটু সর্দার, ৪। শ্রী শোভন কুমার (২৩), পিতা- শ্রী স্বপন সরকার, উভয় সাং- নাগশোষা, ৫। মোঃ রুবেল (২৮), পিতা- মোঃ আশরাফ আলী, ৬। মোঃ শহিদুল ইসলাম (৩০), পিতা- মোঃ আশরাফ আলী, উভয় সাং- রামকৃষ্ণপুর, সর্ব থানা- লালপুর, জেলা- নাটোরগণকে আটক করে। ধৃত ইমো হ্যাকারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন সু-শৃঙ্খল সমাজ গড়ুন।
Leave a Reply