র্যাব-১২’ র পৃথক অভিযানে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত (৪জুলাই) রবিবার বিকাল ০৫:১০ ঘটিকায় র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন হাওড়া মৌজাস্থ জনৈক হাবিবুর রহমানের বাড়ীর অনুমান ২০ গজ উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১০(একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে হয়। এসময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ তৈয়ব আলী(৪৭), পিতা-মৃত রিয়াজ আলী সরকার, সাং-হাওড়া পশ্চিমপাড়া, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। গত (৪ জুলাই) রবিবার সন্ধ্যা ০৬.২০ ঘটিকায় র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল রোডস্থ ফুটভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পূর্ব উত্তর কোনায় শিশু পার্কের ভিতর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫(পনের) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে হয়। এসময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন এবং নগদ ২,৪০০/-(দুই হাজার চারশত) টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ জাহিদুল ইসলাম@জাহিদ(২৬), পিতা-মোঃ আবু বক্কার সরকার, সাং-ধোপাকান্দি পশ্চিমপাড়া, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। র্যাব-১২’মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি. জন রানা জানান এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র্যাব বদ্ধপরিকর। র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Leave a Reply