চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে করোনার সময়ে কর্মহীন ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর ১২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শহীদ মিনার চত্বর থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের প্যাকেটে ছিল চাল, ডাল, আটা, তেল ও মাস্ক। অনাহার-অর্ধহারে জীবন যাপন করা সামান্য কিছু পন্তা ভাত খেয়ে ত্রাণ নিতে এসেছিলেন চান্দারচর গ্রামের আশরাফুল ইসলাম (৫৫)। দীর্ঘ কয়েক বছর আগেই তিনি কর্মহীন হয়ে পড়েন। খুবই কষ্টে দিন কাটছে তার। কালের কণ্ঠ শুভসংঘের ত্রাণ পেয়ে খুবই খুশি হয়েছেন তিনি। ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, শুভসংঘের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি কুদ্দুস বিশ্বাস, আবু সাঈদ কাকন, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক সোহেল রানা স্বপ্ন, শুভসংঘের রৌমারী শাখার সভাপতি মাসুদ পারভেজ রুবেল, সহ-সভাপতি আনিছুর রহমান, এমএইচ মামুন, হামিদুল ইসলাম সহ শুভসংঘের সকল সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
Leave a Reply