শাহ মোঃ আব্দুল মোমেন,রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদের শুন্য পদে উপ-নির্বাচন উপলক্ষে রৌমারীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। বৃহস্পতিবার বিভিন্ন সময়ে উৎসবমুখর পরিবেশে মোট ৯ জন চেয়ারম্যান প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসারের কাছে সরকার দলীয় নৌকা প্রতীকে রেজাউল ইসলাম মিনু সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, স্বতন্ত্র হিসাবে জাইদুল ইসলাম মিনু সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী যুবলীগ, সাবেক চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসী, শহিদুল ইসলাম শালু সাবেক ইউপি চেয়ারম্যান ও সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ, সাবেক নির্বাহী পরিচালক আরএসডিএ ইমান আলী ইমন, প্রভাষক মিজানুর রহমান মজনু, প্রভাষক মাঈদুল ইসলাম,
মোহাম্মদ আবু শামিম হাবীব – (স্বতন্ত্র) ,মোঃ আলমগীর হোসেন
(স্বতন্ত্র) মনোনয়নপত্র জমা দেন ।
উপজেলা পরিষদের শুন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন (ইসি) আগামী ২ নভেম্বর এই স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব আতিয়ার রহমান উপজেলা পরিষদ শুন্য পদে নির্বাচনের তফসিল ঘোষনা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ ৬ অক্টোবর বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই ১০ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাছাই বাছাই ১৭ অক্টোবর প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন ২ নভেম্বর।
রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার এমদাদুল হক জানান, আজ মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। এ দিন উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
Leave a Reply