মোঃ নাজমুল হোসেন, রাজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতীতে পাচারকালে সরকারি ৫০ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-১২ এর হেফাজতে নেওয়া হয়েছে।
রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাস বলেন, অ্যাম্বুলেন্সে করে মহাসড়ক দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে এমন খবরে সোমবার বিকেল থেকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুরকা নামক স্থানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ঘুরকা থেকে মিনি ট্রাকে করে চাল নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি নজরে এলে ট্রাকটির গতিরোধ করা হয়। ট্রাকে থাকা চালের বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের সিল লাগানো ছিল। এ সময় ৫০ কেজি ওজনের ৫০ বস্তা (দুই হাজার ৫০০ কেজি) চাল জব্দ ও ট্রাকে থাকা তিনজনকে আটক করা হয়।সহকারী কমিশনার আরো বলেন, চালগুলো ঘুরকা বাজারের আব্দুস সাত্তারের শিউলী অটো রাইস মিল থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চাল জব্দ করে র্যাবের হেফাজতে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply