সিরাজগঞ্জে রায়গঞ্জে ভূইয়াগাঁতী তেল পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় ড্রাম ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে তুহিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাঁতী কালিকাপুর এলাকায় নুরু তেল পাম্পের সামনে ড্রাম ট্রাক আসলে ওই যুবক তুহিন রাস্তা পারাপারের সময় ঘটনাস্থলে নিহত হয়। নিহত যুবক উপজেলার নলকা ইউনিয়নের তিননন্দিনা গ্রামের হায়দার মাষ্টারের ছেলে তুহিন (২৫)। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে হার্টিকুমরুল হাইওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। এব্যপারে হার্টিকুমরুল হাইওয়ে থানার ওসি মোঃ শাজাহান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহতর লাশ পরিবারের স্বজনদের নিকট হস্তান্তর করেছেন।
Leave a Reply