রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

রা’বি ভর্তি ইচ্ছুকদের সেবায় “জাতীয় সাংবাদিক সংস্থা” রাজশাহী বিভাগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

সাংবাদিকতার পাশাপাশি স্বেচ্ছায় সেবা দিয়ে নজির স্থাপন করলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ। গত ২৫ – ২৭ জুলাই ২০২২ শুরু হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, স্যালাইন, মাস্ক বিতরণের উদ্যোগ নেন তারা।এই তিন দিনে সর্বমোট ১০,০০০/ দশ হাজার পানির বোতল,২০০০/ দুই হাজার মাস্ক ও ১০০০/ একহাজার খাবার স্যালাইন বিতরন করা হয়। ভর্তিইচ্ছুক পরিক্ষীদের জন্য প্রতিটি মুহুর্ত পানি, মাস্ক, স্যালাইন হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন সংগঠনটির সদস্যরা। চলমান বর্ষা মৌসুমের এই দিনেও বৃষ্টি মাথায় নিয়ে সেবা নিশ্চিত করেছেন সংগঠনটি। আজ ২৭ জুলাই (বুধবার) সকালে এমনি দৃশ্য চোখে পড়েছে সকলের। সে সময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি নুরে ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক আমিরুল হোসেন সান্ত, দপ্তর সম্পাদক এহেসান হাবীব তারা, প্রচার সম্পাদক আজগর আলী সাগর,সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, নির্বাহি সদস্য গোলাম রশুল রনোক,নাঈম হোসেন,সুরুজ আলী,সোহেল রানা,মারুফ আহম্মেদসহ সাধারণ সদস্যরা।

 

বিনামূল্যে মাস্ক,খাবার স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ এর সময় আরও উপস্থিত ছিলেন সত্যের জয় সামাজিক সংগঠন এর সভাপতি সালাউদ্দিন খান সোহাগ, মডেল প্রেসক্লাব রাজশাহীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল আলম লালু, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমদাদ,বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষন ফাউন্ডেশন এর সভাপতি মো: দেলোয়ার হোসেন,যুব উন্নয়ন কল্ল্যান ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মো: মনিরুজ্জামান মনি, রাজশাহী সিটি কর্পোরেশনের এর ১০ নং ওয়ার্ডের বিশিষ্ঠ সমাজ সেবক মো: টনি,জাতীয় দৈনিক গনমুক্তি পত্রিকার ব্যুরোচীফ মাজহারুল ইসলাম চপল, দৈনিক উপচার পত্রিকার ষ্টাফ রিপোর্টার সোনিয়া,দৈনিক সাদা কালো পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো: নাহিদ ইসলাম প্রমুখ। এসময় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনেকের সাথে কথা বললে তারা (শিক্ষার্থী) বলেন, আমাদের প্রথম লক্ষ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর ইচ্ছা আছে রাজশাহী। তবে দেশের শিক্ষা নগরী হিসেবে রাজশাহীর নাম সবার উপরে। শুধু শিক্ষাই নয়, এই শহরটি খুবই দৃষ্টিনন্দন। দৃষ্টিনন্দনের পাশাপাশি এখানকার মানুষগুলো খুব হেল্পফুল (পরোপকারী)। যা আমাদের মন কেড়েছে। তবে ভাল লেগেছে এখানকার সাংবাদিকেরাও দেখছি সেবার জন্য এগিয়ে এসেছে। যা আমরা অন্য কোথাও দেখিনি। অন্যান্য জায়গায় দেখেছি সাংবাদিকদের শুধু সংবাদ সংগ্রহ করতে। কিন্তু রাজশাহীতে প্রথম দেখলাম পানি, মাস্ক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের নেতৃবৃন্দরা । এসময় ভর্তি ইচ্ছুক পরিক্ষার্থীরা সেবা দেওয়া সাংবাদিকদের ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581