ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (২৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে গনহত্যা দিবসের আলোচনা সভা ও উপজেলা পরিষদ হলরুমে সন্ধা ৭ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মহিলা সংরক্ষিত আসনের সেলিনা জাহান লিটা, নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে পরিষদ চত্বরে এবং বঙ্গবন্ধুর ম্যুরালে মোমবাতি প্রজ্জলন করা হয়। এ ছাড়া এই দিবসটি উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক অঙ্গসংগঠন পালন করেছে।
Leave a Reply