বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন

রানীশংকৈলের নেকমরদে ‘কঠোর’ লকডাউনে বিশাল গরুর হাট!

মাসুদ রানা লেমন, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম রবিবার, ২০ জুন, ২০২১

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট নেকমরদে করোনা কালীন সময়ে সরকারি কঠোর বিধিনিষেধ কে অমান্য করে আজ (রবিবার ২০শে জুন) সকাল সাড়ে ১১ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইজরাদার কর্তপক্ষ পশুর হাট বসিয়েছেন। ফলে করোনা প্রকোপ আশংঙ্কাজনক ভাবে বেড়ে যাওয়ার মত পোষন করেছেন বিশেজ্ঞ ও সচেতন মহল। এ ব্যাপারে জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করলে তিনি বলেন, ঠিক আছে আমি ইউ এনও কে বলছি বিষয়টি দেখার জন্য। এ প্রতিবেদকে কিছুক্ষন পরে ভারপ্রাপ্ত (ইউ এনও )এসিল্যান্ড প্রীতম সাহা মুঠো ফোনে প্রথমে রাগান্বিত ভাবে বলেন, এ ব্যাপারে আপনি কি কাউকে ফোন দিয়েছিলেন, এবং হাতে ফোন থাকলেই যখন তখন যাকে তাকে ফোন দিবেন এসব কথা বলে এবং বলে আমার কোন বক্তব্য নাই। তবে খোঁজ নিয়ে দেখতেছি যদি হাট লাগে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া নেওয়া হবে। এ ঘটনায় ইজরাদার মোমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইজরাদারের ফোন বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য যে ইজরাদারের লেখাইদারের সাথে কথা বললে জনৈক্য লেখাইদার বলেন আমি ইজরাদারের নিকট থেকে লেখাই এর বই নিয়ে আসচ্ছি, সে অনুপাতে আমি কাজ করছি। একটি সুত্রে জানা যায় পরক্ষনে ভারপ্রাপ্ত ( ইউ এনও ) প্রীতম সাহা হাট ভাঙ্গানোর জন্য গিয়েছেন। এসময় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581