ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৮ এপ্রিল বুধবার বিকাল ৪ টা ৩০ মিনিটে ৮ নং নন্দুয়ার ইউনিয়ন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজ অর্থায়নে হাফেজ শহিদুল্লাহ্ ১৫০ জন হত দরিদ্রদের মাঝে সামগ্রী খাদ্য বিতরণ করা হয় ।
চাল ,ডাল আলু, লবণ,তৈল , পিঁয়াজ, ইত্যাদি গরিব অসহায় দিন মুজুর প্রতিবন্ধী,ভ্যান চালক ,চায়ের দোকান। সকালের মাঝে এসব বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শহিদুল্লাহ,৫ নং ওয়ার্ড সদস্য শাহিদুল ইসলাম, সাবেক ওয়ার্ড সদস্য বশির উদ্দিন, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাকিত, ও ৮ নং নন্দুয়ার ইউনিয়ন বিভিন্ন ব্যাক্তি বগ সাংবাদিক বৃন্দ । এ সময় হাফেজ শহিদুল্লাহ্ বলেন আপনারা যারা সামগ্রী খাদ্য পান নাই , তাদেরকে পরবর্তীতে দেওয়া হবে , আপনার ঘরের বাইরে যাবেন না, যেখানে সেখানে বসে আড্ডা দিবেন না, সরকারের নির্দেশে মেনে চলুন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না সচেতন হউন। এবং আপনাদের যাদের বারিতে টিউবউল নেই তাদের তালিকা আমার হাতে রয়েছে, প্রত্যেকের বাড়ি বাড়ি টিউবউল পোঁছে যাবে ।
Leave a Reply