ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ( ৮ মে শুক্রবার) পূর্ব শত্রুতার জের ধরে বাঁশ বাড়ী গ্রামের ৯০ বছরের বৃদ্ধা জবেদাকে মারপিট করে আহত করেছেন । একই উপজেলার ভান্ডারা গ্রামের মৃত আঃ সুবাহানের ছেলে মুনজুরুল আলম ।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় যে আহত জোবেদা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়াতে মুনজুরুল আলমের হুকুমের বেধুম ভাবে এলোপাথাড়ি মারপিট শুরু করে ভান্ডারা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মিজানুর রহমান, মৃত মোজাম্মেল হক এর ছেলে জাহাঙ্গীর আলম ও মৃত মুনজুরুল আলমের ছেলে আসাদুজ্জামান রনি ।
আহত জোবেদা বলেন জমির পূর্ব শত্রুতার জের ধরে আমাকে মারপিট করা হয়েছে । উল্লেখ্য যে প্রায় ছয় মাস আগে পারিবারিক জমি নিয়ে একটি কন্দল লেগে ছিল । এবং ক্ষমতার বলে আমাদেরকে এর আগে আরো এক বার মারপিট করে হয়েছিল। আমারা রানীশংকৈল সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে রানীশংকৈল থানায় একটি অভিযোগ দায় করেছিলাম । অভিযোগের ভিত্তিতে এস আই আঃ মালেক কয়েকবার বিষয়টি নিয়ে শালিসে বসা হয়েছিল কিন্তু বিবাদী পক্ষের কেউ ক্ষমতায় বলে বাষয়টি মেনে নেয় নি ।
এ বিষয়ে রানীশংকৈল থানার এস আই আঃ মালেকের সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
Leave a Reply