মাহাবুব আলম ঠাকুরগাঁও রানীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া-সম্পদবাড়ি গ্রামে ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে জমি দখলকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ৯ জন আহতের খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ইসমাইল হোসেন ওরফে নাবালক চেয়ারম্যান ও মুশা মাস্টার এ দু’পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইসমাইল হোসেন বাদি হয়ে এ দিন মুশা মাস্টারসহ ১৪ জনের নামে থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সম্পদবাড়ি গ্রামের আবু হানিফার ছেলে গোলাম রব্বানী(২২)কে গ্রেফতার করেছে।
বাকী আসামিদের মধ্যে ৮ জন পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। অপর ৫ জন পলাতক। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
তাং-০৬/০৮/২০২০ ইং
মাহাবুব আলম
ঠাকুরগাঁও
প্রতিনিধি
Leave a Reply