মাহাবুব আলম ঠাকুরগাঁও রানীশংকৈল প্রতিনিধি
রানীশংকৈলে চুরি হওয়া ট্রাক্টরগাড়ির ৪ জন চোর সদস্যকে পঞ্চগড়ে থেকে গ্রেফতার করে নিয়ে আসে রানীশংকৈল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন , পঞ্চগড় জেলার চাকলাহাট গ্রামের আব্দুর রহমানের ছেলে আনসারুল ইসলাম ( লাবলু ), দেবিগঞ্জে পামুলী ( ডাঙ্গাপাড়া ) গ্রামের মৃত সরাবত ইসলামের ছেলে মানিক ইসলাম,চাকলাহাট গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে লালু , সিং রোড গ্রামের মৃত ইমান আলীর ছেলে সুরুজ আলী ।
থানা সূত্রে জানা যায় যে, চোর চক্রটি ৭ মে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পৌরশহরের বাঁশবাড়ী মৃত আসির উদ্দিনের ছেলে তফিজুলের বাড়ির ওঠান থেকে একটি মহেন্দ্র গাড়ি চুরি করে নিয়ে যায় তাঁরা ।
অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তফিজুল ইসলাম বাদী হয়ে ৩১ মে রানীশংকৈল থানায় একটি ট্রাক্টর চুরির মামলা দায়ের করেন ।
এ বিষয়ে রানীশংকৈল থানার ওসি তদন্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন জানান, সংঘবদ্ধ চোরচক্রটি মুক্তিপণ নেওয়ার আশায় ট্রাক্টর মালিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ঐ মোবাইল নাম্বারের সূত্র ধরে ৪ জনকে গ্রেফতার করা হয়। এরা সবাই পঞ্চগড় জেলার বাসিন্দা।পঞ্চগড় থেকে তাদের ৪ জনকে গ্রেফতার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসা হয়েছে ।
এবং তাঁদেরকে রানীশংকৈলে সঙ্ঘবদ্ধ হয়ে ট্রাক্টর গাড়ি চুরির মামলায় চারজনকে গ্রেফতার করে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেছে রাণীশংকৈল পুলিশ ।
তাং ০৩/০৬/২০২০ ইং
মাহাবুব আলম
ঠাকুরগাঁও রানীশংকৈল প্রতিনিধি
Leave a Reply