মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি
দেশব্যাপী করোনা চলমান পরিস্থিতি মোকাবেলায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ আগস্ট বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির পক্ষ থেকে করোনা সামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা।
এসব সামগ্রী হলো পিপিই, হ্যান্ড গ্লাভস্, হ্যান্ড স্যানিটাইজার, ফেস শিল্ড। এ উপলক্ষে এদিন হাসপাতাল সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে করোনা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম, পৌর আ’লী সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এ ছাড়াও সিনিয়র স্টাফ নার্স, সিএইচসিপি,স্বাস্থ্য সহকারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তাং – ০৫/০৮/২০২০ ইং
মাহাবুব আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি
Leave a Reply