জিন্নাত আরা জেমিন কুড়িগ্রাম ঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বোতলারপার এলাকায় কাঞ্চিয়ার পুত্র আশরাফুল ইসলাম গোপনে বগুড়ায় ২য় বিয়ে করেন। স্ত্রীর দাবি নিয়ে বিবাহিত ২য় স্ত্রী আইভি রাজারহাট আসলে বোতলারপার এলাকায় আশরাফুলের বাসায় কথা কাটাকাটির এক পর্যায়ে বিষপান করেন সে।
বিষপান করার পর এলাকায়বাসী আইভিকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কত্বব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
এলাকাবাসীর কাছে আরো জানা যায় যে বগুড়া থেকে স্ত্রীর দাবি নিয়ে ছুটে আশা আইডি কুড়িগ্রাম সদর হাসপাতালে অভিভাবকহীন ভাবে চিকিৎসাধীন আছে।
আইভি বিষপানের পর থেকে স্বামী আশরাফুল পলাতক।
Leave a Reply