রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৪ জন নারী। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৭০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি। শামীম ইয়াজদানী জানান, বুধবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৫ শতাংশ বেড়ে শনাক্তের হার ২৬ দশমিক ৫৭ শতাংশ। যা আগের দিন ছিল ২১ দশমিক ৯২ শতাংশ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোর ২ জন, নওগাঁর ৩ জন, পাবনার ১ জন ও কুষ্টিয়ার ১ জন।
Leave a Reply