রাজশাহী মহানগরীতে ১৯৯ বোতল ফেন্সিডিল-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো: হাবিবুল বাসার ওরফে পিয়ারুল ওরফে পিয়া (৩৫)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়ার মৃত আক্কাস কাটানীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মনিরুল ইসলামের তত্ত্বাবধানে মতিহার থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার আলী তুহীনের নেতৃত্বে এসআই মো: পলাশ আলী ও তার টিম গতকাল ২১ আগস্ট ২০২২ রাতে মতিহার থানা এলাকায় বিশেষ অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়ায় একজন মাদক ব্যবসায়ী বিক্রয়ের জন্য ফেন্সিডিল-সহ অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানা পুলিশের ঐ টিম রাত সাড়ে ১১ টায় সেখানে অভিযান পরিচালনা করে আসামি হাবিবুল বাসারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নগরীর মতিহার থানায় ৬ টি মাদকের মামলা রুজু আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply