লকডাউনের মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রেখে স্বাভাবিক নিয়মে ব্যবসা করতে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ। আর তাদের দাবি না মেনে কোন হয়রানির করার চেষ্টা করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী নেতারা। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ফরিদ মামুদ হাসান একথা বলেন। সংবাদ সম্মেলনে ফরিদ মামুদ হাসান বলেন, বিগত লকডাউনের সময় সরকারী প্রণোদনার অর্থ রাজশাহীর ক্ষুদ্র ব্যবসায়ীরা পাইনি, পেয়েছেন হাতে গোনা কিছু শিল্পপতিরা। যদি হাজার হাজার শ্রমিকসহ বড় বড় শিল্প কলকারখানা সীমিত আকারে চলতে পারে তবে আমরা কেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবনা? আমরা ব্যবসায়ীরা মাস্ক ছাড়া কোন ধরনের পণ্য বিক্রি করবো না। এই সংবাদিক সম্মেলনের পরেও যদি নীতি নির্ধারকদের বোধ না হয় তাহলে ব্যবসায়ীরা রাস্তায় নামবে বলেও হুশিয়ারি দিয়েছেন এই ব্যবসায়ী নেতা। সংবাদ সম্মেলনে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply