এমনি সফলতার জন্ম দিয়েছে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ ইং-২২/০৫/২০২১।তারিখ কে রাত্রী:২.১৫.মিনিটে রাজশাহী জেলার পুঠিয়া থানা এলাকা হইতে চুরি হয়ে যাওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়। ইং-১৫/০৫/২০২১ তারিখ দুপুর ০২.০০ ঘটিকায় রাজপাড়া থানাধীন কোর্ট ঢালুর মোড় হইতে একটি লাল রংয়ের ব্যাটারি চালিত অটো রিক্সা টি চুরি হয়. যাহার প্রেক্ষিতে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাজপাড়া থানার মামলা রুজু করা হয় মামলা নং-২১) পরবর্তীতে আরএমপির সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করিয়া রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার. জনাব উদয় কুমার সাহা. রাজপাড়া থানা ওসি জনাব মোঃ মাজহারুল ইসলাম. সার্বিক সহযোগীতায় মামলার আইও এসআই মোঃ নুরুল ইসলাম. সঙ্গীয় এসআই মোঃ রাজিউর রহমান, ও মোঃ ফুলবাস আলী সহ অভিযান পরিচালনা করেন। আসামী ১ মোঃ শিমুল(২০)পিতা-মোঃ ইদ্রিস সাং খুদির বটতলা থানা-চারঘাট, জেলা-রাজশাহী, ২।মোঃ মিন্টু মন্ডল(৪২)পিতা-মৃত জয়নুদ্দিন মন্ডল, সাং-সারদা মুক্তারপুর, থানা চারঘাট জেলা-রাজশাহী, আসামি গ্রেফতার করিয়া তাহাদের তথ্য মতে জানিতে পারি যে, আসামী ৩ নং মোঃ শরিফুল ইসলাম (৩৫) পিতা-মৃত লোকমান হোসেন সাং-কৃষ্ণপুর থানা পুঠিয়া জেলা রাজশাহী. এর নিকট চুরি হয়ে যাওয়া অটোরিক্সা টি বিক্রয় করিয়াছে। ৩ নং আসামীর বাসা হইতে তাহাকে আটক করিয়া তাহার স্বীকারোক্তি অনুযায়ী ইং-/২২/০৫/২০২১/ তারিখ কে রাত্রী আনুমানিক(২.১৫) মিনিটে রাজশাহী জেলার পুঠিয়া থানা এলাকা হইতে চুরি হয়ে যাওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়।
Leave a Reply